টঙ্গীতে দগ্ধ আরেকজনের মৃত্যু
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ফয়েল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।
গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, মৃত ব্যক্তির নাম রিপন দাস। তার শরীরের ৯২ শতাংশ পুড়ে গেছে।
রিপনের লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পার্থ শঙ্কর পাল।
বার্ন ইউনিটে এখনো ১৩ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।
গতকাল শনিবার সকাল ৬টার দিকে ‘ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড’-নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হন।