আমরা সত্যিই দুঃখিত : শিল্পমন্ত্রী
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় ‘ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড’নামের কারখানায় আগুনে ব্যাপক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিব্যক্তি ব্যক্ত করেন শিল্পমন্ত্রী।
আমির হোসেন আমু বলেন, ‘সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহতদের চিকিৎসা করা হচ্ছে। বার্ন ইউনিটে চিকিৎসা করা হচ্ছে। শ্রম মন্ত্রণালয় থেকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে এবং তদন্ত করার জন্য আমরা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি করেছি।’
‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকেও এডিএম সাহেবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। সুতরাং এটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত সাপেক্ষে আমরা দেখব এই ধরনের দুর্ঘটনা কেন ঘটল।’
শিল্পমন্ত্রী আরো বলেন, ‘এবং এই ঘটনার মাধ্যমে যে এতগুলো প্রাণ গেল, তার জন্য আমরা সত্যিই দুঃখিত। আমরা চাই এ ধরনের ঘটনা আর ভবিষ্যতে না ঘটুক। তার জন্য আমরা তদন্ত সাপেক্ষে পরিপূর্ণ ব্যবস্থা সর্বক্ষেত্রে নেওয়ার চেষ্টা করব।’
ঘটনাস্থল পরিদর্শনের সময় শিল্পমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।