বান্দরবানে প্রায় এক হাজার ঘনফুট চোরাই কাঠ উদ্ধার
বান্দরবান থেকে প্রায় এক হাজার ঘনফুট মূল্যবান বিভিন্ন প্রজাতির চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে সদর উপজেলার জামছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেওয়া বান্দরবান বিজিবি সেক্টরের টহল দলের অধিনায়ক নায়েক সুবেদার গোলাম কাউসার জানান, অসাধু বনকর্মীদের সহায়তায় সংঘবদ্ধ কাঠ চোরাকারবারি একটি চক্র তারাছা সরকারি বন বাগান থেকে সেগুন ও গামারি গাছ কেটে ঈদের ছুটিতে পাচারের জন্য মজুদ করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে জামছড়িতে অভিযান চালিয়ে এসব চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কাঠের মধ্যে ৮০ ভাগ সেগুন এবং ২০ ভাগ গামারি।
জব্দ হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটকের পর কাঠগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।