মালিকসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা
গাজীপুরের টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডে মালিকসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।
গতকাল রোববার রাতে এ মামলা করেন নিহত শ্রমিক জুয়েলের বাবা আবদুল কাদের পাটোয়ারী। বিষয়টি জানিয়েছেন টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।
এদিকে, আজ সোমবার ধ্বংসস্তূপ থেকে আরো দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ৩১ জনে। মরদেহগুলো পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
ওসি জানান, মামলায় কারখানার মালিক মকবুল হোসেনসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
আজ সকালে সেনাবাহিনীর ১২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একটি দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, কারখানার দক্ষিণ পাশের ছয়তলা ভবনের চারতলা থেকে সকাল পৌনে ৭টার দিকে দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। রোববার আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। শনিবার সকালে টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় বিস্ফোরণের পর আগুন লাগে।