মানুষ নিরাপদে বাড়ি পৌঁছেছে : নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদে নৌপথে মানুষ নিরাপদে বাড়ি পৌঁছেছে। তবে দৌলতদিয়া ঘাটে ভাঙনের কারণে সমস্যা হচ্ছে। ঈদের পরেই দৌলতদিয়া ঘাটে স্থায়ীভাবে নদীভাঙনরোধে কাজ শুরু হবে।
আজ সোমবার দুপুরে মাদারীপুরের কাওরাকান্দি ঘাটে সাংবাদিকদের এ কথা জানান নৌপরিবহনমন্ত্রী।
নৌমন্ত্রী বলেন, ‘দৌলতদিয়া ফেরিঘাট নিয়ে সমস্যা হয়েছে। এই ঘাট এখনো ভাঙছে। আজ একটা ঘাট ভেসে যাওয়ার পথে। চেষ্টা করছি সেটাকে রক্ষা করার জন্য। শিমুলিয়া ও কাওরাকান্দি ঘাটটা খুবই ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। বালুভর্তি করে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই কাজ চলছে। বন্যার পরপরই আমরা সেখানে ভাঙনরোধে কাজ করছি।’
নাব্যতা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে শাজাহান খান আরো বলেন, ‘নাব্যতা সংকটে সমস্যা হবে না। কারণ প্রতি মুহূর্তে সার্ভে (জরিপ) করা হচ্ছে। কোথায় গভীরতা কতটুকু আছে, দেখা হচ্ছে। যেখানে গভীরতা কম দেখা যাবে সেখানেই ড্রেজিং চলবে। আমাদের অনেকগুলো ড্রেজার এখানে রেখেছি।’
ঈদ-পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশাসন, পুলিশ, র্যাবসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ঈদের পরের সাতদিনও একই ব্যবস্থাপনা বজায় থাকবে।’