আমজাতপণ্য রপ্তানিবিষয়ক কর্মশালা

Looks like you've blocked notifications!
আম ও আমজাতপণ্য রপ্তানিবিষয়ক কর্মশালা আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

আম ও আমজাতপণ্য রপ্তানিবিষয়ক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর।  

শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, আম রপ্তানির ব্যাপক সম্ভাবনা থাকলেও দেশে উৎপাদিত আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যববহারের কারণেই তা সম্ভব হচ্ছে না। অথচ পাশের দেশ ভারত ও পাকিস্তানে উৎপাদিত আম ইউরোপ ও আমেরিকায় প্রচুর রপ্তানি হচ্ছে। 

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশের আমে কীটনাশকের প্রয়োগ সহনীয় মাত্রার চেয়ে অনেক গুণ বেশি।