বাংলায় ঈদের শুভেচ্ছা জানালেন বার্নিকাট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট শুভেচ্ছা জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টায় মার্কিন দূতাবাসের ঢাকা ফেসবুক পাতায় এক ভিডিওবার্তায় রাষ্ট্রদূত এ শুভেচ্ছা জানান।
ভিডিওতে বার্নিকাটকে নীল রঙের ঢাকাই জামদানি পরা বাঙালি সাজে দেখা যায়। তিনি বাংলায় বলেন, ‘সবার জন্য অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন চলছে সারা দেশে। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।