পুলিশের গুলিতে শিবির নেতা নিহত, গুলিবিদ্ধ ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423202965.jpg)
পুলিশের গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন দুজন।
নিহত শিবির নেতা বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। গুলিবিদ্ধ দুই শিবির নেতা হলেন রিয়াজুল ইসলাম ও হাবিবুর রহমান হন। পুলিশের হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে নগরীর মতিহার থানার কাটাখালি পৌর এলাকার সমশাদিপুর এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেল হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। শিবিরের ছোড়া ককটেলে কনস্টেবল মাহবুব আহত হন। পুলিশ আত্মরক্ষার জন্য শটগানের গুলি ছুড়লে তিনজন আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শাহাবুদ্দিন নামের একজন মারা যান।
ওসি জানান, হতাহতরা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্যে নিহত শাহবুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। আহত হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং শিবিরকর্মী রিয়াজুল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ছাত্র।
রামেকের পুলিশ বক্সের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, আহত রিয়াজুলের দুই পায়ে এবং হাবিবুরের ডান পায়ে হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁদের পুলিশি হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ছাত্রশিবিরের ছোড়া ককটেলে আহত কনস্টেবল মাহবুবকে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।