‘ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন’

Looks like you've blocked notifications!
লালমনিরহাট শহরের বাসটার্মিনাল এলাকায় আজ মঙ্গলবার জঙ্গিবাদবিরোধী পোস্টার লাগান পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু ও অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। ছবি : এনটিভি

লালমনিরহাটে জঙ্গিবাদবিরোধী প্রচারণা শুরু করেছে জেলা পুলিশ। বিভিন্ন যানবাহনসহ সাধারণের চোখে পড়ে এমন জায়গায় ‘ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন’ এবং ‘না না না জঙ্গিবাদকে না’ লেখা সংবলিত পোস্টার টানিয়েছে তারা।

আজ মঙ্গলবার সকালে শহরের বাসটার্মিনাল এলাকায় এ ধরনের পোস্টার লাগানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার এস এম রশিদুল হক। এ সময় অন্যদের মধ্যে আরো ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু ও অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

এর আগে সেখানে শতাধিক পুলিশ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এদিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর পরই পুলিশ সদস্যরা বাস টার্মিনাল, রেলস্টেশন, অফিস আদালতসহ বিভিন্ন যানবাহনসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে ওই পোস্টার লাগানোর কাজ শুরু করে।

পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি জঙ্গিবাদ রুখতে নানা ধরনের কর্মসূচি পালন অব্যাহত রাখবে পুলিশ।