লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুকে হত্যা করে লাশ গুমের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।
আজ বুধবার বিকেল ৫টায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আয়োজনে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তারা।
এ সময় ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে কিছুসময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এর আগে ছাত্রলীগ নেতা বাবলু স্থানীয় ইসমাইল মাহমুদের বিরুদ্ধে থানায় জিডি করেন।
সমাবেশে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক সাবির আহমদ, ছাত্রলীগ নেতা আবু তালেব, রায়হান মাহমুদ, রেজাউল করিম রিয়াজ ও সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন।
দলীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের ইসমাইল মাহমুদ চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাবলুকে গত ১৯ সেপ্টেম্বর সকালে মুঠোফোনে অকথ্য ভাষায় গালমন্দ করে হত্যা ও লাশ গুমের হুমকি দেন। এ ঘটনার পর বাবলু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ হয়ে উঠে ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করে।