সৈয়দ হকের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

Looks like you've blocked notifications!
ছবি : ফোকাস বাংলা

কবি সৈয়দ শামসুল হকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কবির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির পর কবির প্রতি শ্রদ্ধা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান, ঢাবির ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ।

এ ছাড়া সেক্টর কমান্ডারস ফোরাম, বিশ্ব কলা কেন্দ্র, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ছায়ানট, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে কবির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে চ্যানেল আই প্রাঙ্গণে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জানাজা শেষে কবিকে হেলিকপ্টারে করে কুড়িগ্রাম নেওয়া হবে। সেখানে তাঁর দাফন সম্পন্ন হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন সৈয়দ হক। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

ফুসফুসের ক্যানসারের স্টেজ ফোরে আক্রান্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ১ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

গতকাল মঙ্গলবার ভোরে সৈয়দ হককে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য ভেন্টিলেটরের সহায়তায় রাখা হয়। পরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বিকেল সাড়ে ৫টায় না-ফেরার দেশে চলে যান তিনি।