লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের রূহের মাগফিরাত কামনা করে লক্ষ্মীপুরে জেলা আওয়ামি লীগের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার পর দলীয় কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটোয়ারী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এতে দেশ ও জাতির সমৃদ্ধি, শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং মরহুম শামসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, সব্যসাচী লেখক কবি শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিনের কর্মসূচি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়।