চাঁদপুরে স্কুলছাত্র হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

চাঁদপুরে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থী সিরাজ মিয়া হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের আদালত এই রায় দেন।
রায় ঘোষণার সময় মামলার ৩ নম্বর আসামি আলী আরশাদ (৭৩) আদালতে হাজির থাকলেও বাকিরা পলাতক।
অন্য দণ্ডপ্রাপ্তরা হলেন সেলিম হোসেন, হাসেম বেপারী, মনোয়ারা বেগম, মতিন ও নান্নু মিয়া। এরা মামলার শুরু থকেই পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইয়েদুল ইসলাম বাবু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০০০ সালের ৬ জুন মতলব উপজেলার লামচরি গ্রামের ফজলুল হকের ছেলে সিরাজ মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। পরবর্তী সময়ে ছেলে হত্যার দায়ে ফজলুল হক একই গ্রামের সেলিম হোসেন, হাসেম বেপারী, আলী আরশাদ, মনোয়ারা বেগম, মতিন ও নান্নু মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন।