মোবাইল চার্জ দিতে গিয়ে ইউপি সদস্যের মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলায় মোবাইল ফোন সেটে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার শাকচর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্যের নাম দেলোয়ার হোসেন। তিনি সদর উপজেলার শাকচর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং শাকচর গ্রামের খোকন মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় দেলোয়ার নিজ ঘরে মোবাইল ফোন সেটে চার্জ দেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। পরে তাঁকে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।