থাইল্যান্ডে ৯১‘বাংলাদেশি’ উদ্ধার
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সংখলায় ১১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এদের মধ্যে ২৬ জন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং বাকি ৯১ জন বাংলাদেশের নাগরিক। গতকাল শুক্রবার বিকেলে তাদের উদ্ধার করা হয়। পাচারকারীরা তাদের ফেলে পালিয়ে গেছে। কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
বার্তা সংস্থা রয়টার্স ও ব্যাংকক পোস্ট জানিয়েছে, মালয়েশিয়া সীমান্তের সংখলার রাত্তাফুম জেলার থা চামওয়াং এলাকার রাবার বাগানে ১১৭ জনকে পাওয়া যায়। এ সময় তারা ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় হাঁটছিল।urgentPhoto
সংখলা প্রদেশের ডেপুটি গভর্নর একারাত সিসেন রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধারকৃতরা পাচার হয়ে এসেছে নাকি নিজে থেকে থাইল্যান্ডে প্রবেশ করেছে সেটি জানতে জিজ্ঞাসাবাদ চলছে। পাচারের শিকার হয়ে থাকলে অবশ্যই সমাজ উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের কাছে তাদের হস্তান্তর করা হবে।আর নিজে থেকে যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে তাদের ইমিগ্রেশন পুলিশের কাছে তুলে দেওয়া হবে এবং নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।
রয়টার্সের সংবাদদাতা রাত্তাফুম জেলায় একটি সম্মেলন কক্ষে তিনটি শিশুসহ এই ১১৭ জনকে গাদাগাদি করে বসে থাকতে দেখেছেন। সাক্ষাৎকারের জন্য তারা অপেক্ষা করছিল।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী তাদের পানি, ভাত ও ফল দিয়েছে। বাংলাদেশি সালাম (১৩) জানায়, তাদের দলকে নিয়ে একটি নৌকা থাইল্যান্ডে ভিড়ে এবং মালয়েশিয়ায় পৌঁছানোর জন্য দুই সপ্তাহ ধরে তারা সেখানকার জঙ্গলের দুর্গম পথ পাড়ি দিচ্ছিল। সালাম আরো বলে, তার ভাই মালয়েশিয়ায় থাকে। সে ভাইয়ের কাছে যেতে চায়।
উদ্ধারকৃতরা পুলিশকে জানিয়েছে, পাচারকারীরা তাদের জঙ্গলে নামিয়ে দিয়ে নিজ দায়িত্বে হেঁটে মালয়েশিয়া যেতে বলেছে। তারা জানায়, মিয়ানমার থেকে রওনা হয়ে সমুদ্রপথে তারা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাতুনেপৌঁছায়। এরপর সেখান থেকে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে ১০ দিন ধরে হাঁটছিল।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর গতকাল শুক্রবার জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসেই ২৫ হাজার রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশি সমুদ্রে পথে থাইল্যান্ড ও মালেয়শিয়ায় পাচার হয়েছে। যা গত বছরের একই সময়ের পাচার হওয়ার সংখ্যার দ্বিগুণ।
গত সপ্তাহে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সংখলা প্রদেশে গণকবরের সন্ধান পায় পুলিশ। গণকবর থেকে উদ্ধার হওয়া ৩৩ মরদেহ মিয়ানমার ও বাংলাদেশি অভিবাসীর বলে জানায় থাই কর্তৃপক্ষ।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান-ওচা এই মানব পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ১০ দিনের সময় দিয়েছেন। এ অঞ্চলে মানব পাচার বন্ধে প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বান করেছে থাইল্যান্ড।