লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা শেষে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদ্রাসাছাত্রীর মা জানান, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে দক্ষিণ-পূর্ব কেরোয়া গ্রামের ফকির বাড়ির মো. শাহজাহান (৩৮) তাঁর মেয়েকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় চিৎকার শুনে ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যান তিনি। থানা থেকে মেয়েকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে চিকিৎসকদের পরমার্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে শাহজাহান পলাতক রয়েছেন। তাঁকে ধরতে চেষ্টা চলছে।