পাবনায় বোমা বানাতে গিয়ে ‘চরমপন্থী’ নিহত

Looks like you've blocked notifications!

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মঙ্গল প্রামাণিক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রশিদুল ইসলাম (২২) নামে আরেকজন। পুলিশের দাবি, তারা চরমপন্থী সংগঠন ‘নকশাল’-এর সদস্য।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গল প্রামাণিক ধর্মগ্রামের মালেক প্রামাণিকের ছেলে এবং আহত রশিদুল একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধর্মগ্রামের রুবেল হোসেনের মাছের খামারের একটি ঘরে বোমা বানাচ্ছিল মঙ্গল, রশিদুলসহ কয়েকজন। হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হলে মঙ্গলের ডান হাতের কবজি এবং বাম হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।পরে স্থানীয়রা মঙ্গলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জিয়াউল কাজিম খান জানান, প্রচণ্ড রক্তক্ষরণে বিকেল সোয়া ৪টার দিকে মঙ্গল মারা যান।

পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ এনটিভিকে জানান, পুলিশ অভিযান চালিয়ে বোমা বিস্ফারণে পায়ে আঘাতপ্রাপ্ত রশিদুলসহ চারজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বেশকিছু পরিমাণ গানপাউডার উদ্ধার করা হয়। নাশকতার উদ্দেশ্যে বোমা বানানো হচ্ছিল বলে পুলিশ প্রাথমিক তথ্যে জানতে পেরেছে।

আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।