খেলনার ভেতর ৫০০ ইয়াবা, আটক ২

বরিশাল নগরের ভাটারখাল এলাকায় দুই ব্যক্তিকে তল্লাশি করে পুলিশ। তাঁদের কাছে একটি প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। যেখানে ছিল একটি খেলনা কবুতর ও একটি খেলনা বাস। পরে খেলনা কবুতর থেকে ২০০ ইয়াবা বড়ি ও খেলনা বাসের ভেতর ৩০০ ইয়াবা বড়ি পাওয়া যায়।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের মো. সানি (২২) ও একই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের তবিরকাঠি গ্রামের গোপাল চন্দ্র শীল (২১)।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সমীরণ মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর ভবনের সামনে অভিযান চালালে দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। তাঁদের কাছে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে খেলনা কবুতর ও একটি বাস পাওয়া যায়। তাঁদের জিজ্ঞাসাবাদের পর খেলনা কবুতরের ভেতর থেকে ২০০ ও খেলনা বাসের ভেতর থেকে ৩০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান এসআই সমীরণ মণ্ডল।