রংপুরে বাস উল্টে খাদে, চালক নিহত

Looks like you've blocked notifications!
সড়ক থেকে উল্টে পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায় যাত্রীবাহী বাস। ছবি : এনটিভি

রংপুরের কাউনিয়া উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো ১২ জন আহত হয়েছে।

আজ  শনিবার সকাল ৭টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়ার  রহিমের বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হয়েছেন বাসচালক পলাশ (৩৩)।

আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রিয়াজুল (৩৩), তাঁর স্ত্রী জেসমিন (২৫), তাঁদের ছেলে রাসেল (৮), মাইদুল (৩৫), আতাউর (৩৩), রফিকুল (৩২), মাসুদ রানা (৩০), জহুরা বেগম (৩৮), নূরুজ্জামান (৪৮), হামিদা বেগম (৩০) ও রাশেদা (২৫)।

আহত সবার বাড়িই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন স্থানে। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে যাচ্ছিল সাদ্দাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক পলাশ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি হওয়া আহত এক শিশুসহ কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে তুলেছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।