পাবনায় স্কয়ারের ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
পাবনায় শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে আজ শুক্রবার সকালে স্কয়ার গ্রুপের বার্ষিক ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়।স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু জাতীয় পতাকা এবং স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান মিসেস রত্না পাত্র প্রতিষ্ঠানটির পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করেন।ছবি : এনটিভি

পাবনায় আজ শুক্রবার দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা স্কয়ার গ্রুপের বার্ষিক ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়। পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় এই অনুষ্ঠান শুরু হয়। স্কয়ারের প্রবীণ কর্মী আশরাফ হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

সকালে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু জাতীয় পতাকা এবং স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান মিসেস রত্না পাত্র প্রতিষ্ঠানটির পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করেন। দৌড়, লং জাম্প, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজো, শিশুদের বিভিন্ন খেলাসহ মোট ৩৪টি ইভেন্টে স্কয়ার গ্রুপের শতাধিক ব্যক্তি অংশ নেন। বিকেলে দুর্নীতি দমন কমিশনের কমিশনার মো. সাহাবুদ্দিন অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

স্কয়ার গ্রুপের প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, স্কয়ারের পরিচালক চার্লস পাত্র, স্কয়ার ফার্মার আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ডা. মনোয়ারুল আজিজ, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ বি এম ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশাসহ শহরের গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।