বগুড়ায় টিএমএসএসের ছাদ ধসে একজন নিহত

বগুড়ার ঠেংগামারা এলাকায় বেসরকারি সংস্থা টিএমএসএসের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক মোমিন (৩০) বগুড়া সদর উপজেলার শাখারিয়া গ্রামের মো. টুকুর ছেলে।
শ্রমিকরা অভিযোগ করেন, টিএমএস মেডিকেল কলেজ ভবনের পাশে গাড়ি পার্কিংয়ের জন্য একটি ভবন নির্মাণ করা হচ্ছিল। কিন্তু ভারি বর্ষণের কারণে সন্ধ্যায় হঠাৎ করে ছাদ ধসে পড়ে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইউনুস আলী জানান, ভারি বর্ষণ ও বিল্ডিংয়ের শাটারিং কম থাকায় ছাদ ধসে পড়ে বলে মনে হচ্ছে। খবর পেয়ে তাঁরা উদ্ধারকাজ পরিচালনা করে একজনকে মৃত অবস্থায় এবং সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।
ইউনুস আলী জানান, উদ্ধারকাজ চলছে। তবে ভেতরে আর কোনো শ্রমিক নেই বলে তাঁরা নিশ্চিত হয়েছেন।