নববধূকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা!

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় যৌতুকের দাবিতে এক নববধূকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত লিমা আক্তার ওই গ্রামের জসীম হাওলাদারের স্ত্রী। তিনি পাশের গৌরনদী উপজেলার বানিয়াশুরী গ্রামের মুজাম সরদারের মেয়ে। তাঁর লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লিমার পরিবারের অভিযোগ, দেড় মাস আগে শিহিপাশা গ্রামের হাতেম হাওলাদারের ছেলে জসীম হাওলাদারের সঙ্গে লিমার বিয়ে হয়। বিয়ের সময় টাকাসহ স্বর্ণালংকার দেওয়া হয় ছেলের পরিবারকে। তারপরও জসীম বাপের বাড়ি থেকে আরো যৌতুক ও সোনা আনার জন্য লিমাকে মারধর করতেন। এর একপর্যায়ে গতকাল সোমবার বিকেলেও বাপের বাড়ি থেকে আরো স্বর্ণালংকার আনার জন্য বলা হলে লিমা অস্বীকৃতি জানান। এতে লিমার ওপর ক্ষিপ্ত হন জসীম ও তাঁর পরিবারের লোকজন। লিমাকে পিটিয়ে তাঁর মুখে জোর করে বিষ ঢেলে দেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার আরো অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, লিমার পরিবার জসীমসহ তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা দায়ের হলে ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাবে।