রংপুরে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ৬

Looks like you've blocked notifications!
রংপুরে অটোচালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে দুজন (মধ্যে), সঙ্গে পিবিআই সদস্যরা। ছবি : এনটিভি

রংপুরে এক অটোচালককে গলা কেটে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, নিহতের মুঠোফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে পিবিআইয়ের রংপুর জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে দুজনকে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিবিআই রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলা সদরের সাহাবাজ গ্রামে ঈদগাহ মাঠের পাশে গলাকাটা অবস্থায় গ্রামের শহিদুল ইসলামের ছেলে অটোচালক আজিদুল ইসলামের (১৭) লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পিবিআই প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে উপজেলার ফারুক (২২), মাজেদ (১৯) ও তার ভাই মোজাম্মেল (২২), বাবু (১৯), আসাদুল (২০) এবং জাহাঙ্গীরকে (২৮) গতকাল রাতে গ্রেপ্তার করে। এদের মধ্যে বাবু ও আসাদুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে আদালতে জবানবন্দি দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।