বরিশালে গাঁজাসহ আটক ২

বরিশালে নগরীর পলাশপুরে অভিযান চালিয়ে দুই কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল মালেক তালুকদার পৃথক অভিযানে দুজনকে আটক করেন।
দুজন হলেন- পলাশপুর এলাকার জনি সরদার (৩৩) এবং একই এলাকার কুলসুম ওরফে সোহাগী।
পরিদর্শক আবদুল মালেক তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাদী হয়ে কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছেন তিনি।