ঢাকা থেকে বিসিএস স্বাস্থ্য কর্মকর্তাকে অপহরণ!
লক্ষ্মীপুরের ডা. মো. ইকবাল মাহমুদ ঢাকা থেকে অপহৃত হয়েছেন। আজ শনিবার ভোর রাতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকার ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি চলছে বলে জানান ডা. ইকবালের বাবা এ কে এম নুরুল আলম।
ডা. ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলমের ছেলে। তিনি ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া রয়েল কোচ বাসে করে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানেসথেসিয়ার ওপর প্রশিক্ষণের জন্য ডা. ইকবাল মাহমুদ ঢাকায় যান। শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাস থেকে নামলে সেখানে থাকা অজ্ঞাত লোকজন একটি সাদা মাইক্রোবাসে তাঁকে তুলে নিয়ে যায়।
ডা. ইকবালের বাবা এ কে এম নুরুল আলম আজ রাত ৯টার দিকে বলেন, ‘খবর পেয়ে আমি ঢাকায় পৌঁছে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে এ পর্যন্ত কোনো সন্ধান পায়নি। সে (ডা. ইকবাল মাহমুদ) ছাত্রজীবন থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না। তবে তাবলিগ জামাতের সঙ্গে জড়িত। তাঁর নিখোঁজের খবরে লক্ষ্মীপুরে চিকিৎসকসহ সব পেশার মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছে।’