বরিশালে পেট্রলবোমা হামলায় নিহত ৩

Looks like you've blocked notifications!
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা এলাকায় আজ শনিবার ভোরে ট্রাকে পেট্রলবোমা হামলায় তিনজন নিহত হন। হামলার পর ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নেয় পুলিশ। ছবি : এনটিভি

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা এলাকায় ট্রাকে পেট্রলবোমা হামলায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক ইজাইদুল ইসলাম (৩৫), তাঁর শ্বশুর মোতালেব শেখ (৬৫) ও সহকারী মুন্নু মিয়া (৪৫)। তাঁদের সবার বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। ট্রাকটি বরিশালে পোলট্রি ফিড নিয়ে যাচ্ছিল।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পেট্রলবোমা নিক্ষেপের পর ট্রাকটি উল্টে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই  তিনজন পুড়ে মারা যান। মরদেহগুলো উদ্ধার করে গৌরনদী আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে  রাখা হয়েছে। 

বরিশালের পুলিশ সুপার এহসান উল্লাহ বলেন, অবরোধ সমর্থকরাই পেট্রলবোমা হামলা চালিয়েছে।