দুই ভারতীয়কে বিএসএফের হাতে তুলে দিল বিজিবি
২১টি গরুসহ বিজিবির হাতে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ভারতীয় গরুগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৮ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নিকুয়াদহ গ্রামের আমিরুল ইসলাম (২২) ও গাছা গ্রামের অভিজিত ঘোষ রোববার রাত সাড়ে ৯টায় ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত বেড়িবাঁধের ওপর ২১টি গরুসহ টহল দলের হাতে আটক হন। তাঁরা তাঁদের দেশের গরু বাংলাদেশে চোরাইপথে পাচার করেন। ওই গরুগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
এই ঘটনায় আজ সোমবার দুপুর দেড়টায় সীমান্তের মেইন পিলার ৩-এর কাছে শূন্যরেখায় বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়। বিজিবির পক্ষে ছিলেন সুবেদার গোলাম সরোয়ার ও বিএসএফের পক্ষে ছিলেন ঘোজাডাঙ্গার এসি সন্তোষ কুমার। আলোচনার পর দুই ভারতীয় তাঁদের হাতে তুলে দেওয়া হয় বলে জানান বিজিবি কর্মকর্তা গোলাম সরোয়ার।