শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুরে আনন্দমিছিল
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন লক্ষ্মীপুরের পৌরসভার মেয়র আবু তাহের। রোববার রাত ১০টার দিকে শহরের তমিজ মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অংশগ্রহণে ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, জেলা যুবলীগের আহ্বায়ক ও লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, যুবলীগ নেতা মাহবুবুল হক মাহবুব, মিজান পাটোয়ারী, রিয়াজুল হাসান টিপু, সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পী ও ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন জিহাদ প্রমুখ।