কড়া নিরাপত্তায় হলো দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/07/photo-1423294956.jpg)
হরতালের আগে উৎকণ্ঠার মধ্যে অনুষ্ঠিত হলো এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। পরীক্ষাকেন্দ্র ও বাইরে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা।
আজ শনিবার সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়, চলে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ‘একটি নিশ্ছিদ্র নিরাপত্তার জাল আমরা তৈরি করেছি। পরীক্ষা শেষে যতক্ষণ পর্যন্ত একজন পরীক্ষার্থী ও অভিভাবক বাড়িতে না ফিরবেন, ততক্ষণ পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থায় সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
তবে অভিভাবকদের ভয় আর শঙ্কা কাটছে না। এনটিভিকে এক অভিভাবক বলেন, ‘কখন কোনো জায়গায় বোমা হামলায় হয় সেই আতঙ্কে আছি। আর আমাদের বাচ্চাদের পরীক্ষা তো ভালো হচ্ছে না।’ একই কথা শোনা গেল অন্যদের মুখেও।
এসএসসি পরীক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ঢাকায় ১৬ প্লাটুন ও ঢাকার বাইরে ১৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, অবরোধের মধ্যে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে ২০-দলীয় জোট। এর ফলে রোববার ও বুধবার অনুষ্ঠেয় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের দুটি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।