দেশের টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো ঢেলে সাজানো হচ্ছে
সারা দেশের টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, কর্মক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, তাই প্রশিক্ষণে দক্ষতা আরো বাড়াতে হবে। আর সে জন্যই দেশের বিভিন্ন স্থানে অবস্থিত টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোকে ঢেলে সাজানো হচ্ছে।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নুরুল ইসলাম বিএসসি।
চলতি বছর দেশের পাঁচ লাখ ৮৩ হাজার মানুষ বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে উচ্চ বেতনে চাকরি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও জানান মন্ত্রী।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজির প্রকল্প পরিচালক দেওয়ান নজমুল হক।
মতবিনিময়ের শুরুতেই প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন অধ্যক্ষ প্রকৌশলী শরিফা সুলতানা।
সভা শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।