আযিযুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বহিষ্কার, কমিটি বিলুপ্ত

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার সরকারি আযিযুল হক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদকে আজীবন বহিষ্কার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, আজ রাত ৯টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক আদেশে বেনজিরকে বহিষ্কার করা হয়েছে এবং কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সেই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে সরকারি আযিযুল হক কলেজ শাখার নতুন কমিটি গঠনের জন্য বগুড়া জেলা শাখাকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।