বরিশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বরিশাল নগরীর কাঠপট্টি এলাকায় খালেদ মো. টিপু (৪০) নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত টিপু নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন নোমানের বাড়ির ভাড়াটিয়া। টিপু ও তাঁর ভাই সোলায়মান আট মাস ধরে ওই বাসায় বসবাস করে আসছিলেন। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামে।
নিহতের ভাই সোলায়মান জানান, তাঁরা দুই ভাই স্থানীয় মাছ ব্যবসায়ী। মঙ্গলবার দিনের কাজ শেষে টিপু রাত ৮টার দিকে বাসায় যান। রাত ৯টার দিকে তিনি (সোলায়মান) বাসায় ফিরে দেখেন, বাইরে থেকে দরজায় তালা দেওয়া। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, টিপুর হাত-পা বাঁধা লাশ মেঝেতে পড়ে আছে।
এ বিষয়ে জানতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।