ফেনীতে তিনদিনব্যাপী ডিজিটাল মেলা শুরু
বাংলাদেশ সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো এবং সব স্তরের তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে ফেনীতে আজ বুধবার সকাল থেকে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
ফেনী খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। মেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল কনটেন্ট, শিক্ষার উদ্ভাবনী উপকরণ, কারিগরি শিক্ষা, স্বল্প ও বিনামূল্যে শিক্ষা উপকরণ, ডিজিটাল সেন্টার (ইউনিয়ন), ই-কমার্স, সরকারি ই-কমার্স সেবা, ব্যাংক ও বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ই-সেবার ৩০টি স্টল রয়েছে। মেলার বিভিন্ন স্টলে ব্যানার ফেস্টুনের মাধ্যমে জাতীয় ও ফেনী জেলার ই-সেবার বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।