লক্ষ্মীপুরে স্কুলছাত্রীর বিয়ে, পাঁচজনকে জরিমানা
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে বিয়ে দেওয়ায় নিকাহ রেজিস্ট্রার (কাজি) ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ পাঁচজনকে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে পাঁচজনকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত ভুয়া জন্মসনদ তৈরি ও সরবরাহের দায়ে শহরের চন্দ্রগঞ্জ বাজারে অবস্থিত ‘পিসি প্লাস’ নামে একটি কম্পিউটারের দোকান সিলগালা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চন্দ্রগঞ্জ ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও ওই ইউনিয়নের দেওপাড়া গ্রামের মাহবুব আলম (৪১), নিকাহ রেজিস্ট্রারের সহকারী ও ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের শাহাব উদ্দিন (৩৩), ইউনিয়নের ২ নম্বর পাঁচপাড়া ওয়ার্ডের সদস্য (মেম্বার) মাহবুব আলম ওরফে সেলিম মোল্লা (৪৮), দেওপাড়া গ্রামের মোশাররফ হোসেন (৬০) ও মোশারফ হোসেনের ছেলে মামুন হোসেন (১৯)।
লক্ষ্মীপুর সদরের ইউএনও মো. নুরুজ্জামান জানান, গত ৮ সেপ্টেম্বর ভুয়া জন্মসনদ দিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের এক যুবকের সঙ্গে পাশের পাঁচপাড়া গ্রামের ওই ছাত্রীর বিয়ে হয়। ছাত্রীর বয়স ১৬ বছর ছয় মাস হলেও চন্দ্রগঞ্জের কাজি মাহবুব ভুয়া জন্মনিবন্ধনের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করেন। এ জন্য তিনিসহ পাঁচজনকে জরিমানা করা হয়।