বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল জেলার বাবুগঞ্জ থেকে ১৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৮।
র্যাব ৮-এর সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. সোহেল সরদার। সে গৌরনদীর সরিকল এলাকার আবুল হাশেম সরদারের ছেলে।
র্যাবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় অভিযান চালালে সোহেলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত সোহেল জানিয়েছে,সে বাবুগঞ্জে পাইকারি ও খুচরা মূল্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে থাকে। আটককৃত মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।