অবরোধ চলছে রাঙামাটিতেও
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/30/photo-1477807604.jpg)
পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাঁচ বাঙালি সংগঠনের ডাকা সড়ক অবরোধ চলছে।
অবরোধের কারণে আজ রোববার সকাল থেকেই শহরে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহনই চলাচল করছে না।
শহরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। তবে শহরের কোথাও পিকেটারদের উপস্থিতি দেখা যায়নি। অনেকটা স্বতঃস্ফূর্তভাবেই পালিত হচ্ছে কর্মসূচি।
এদিকে, সড়ক অবরোধের মধ্যেই রাঙামাটি শহরের সার্কিট হাউসে শুরু হয়েছে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সভার প্রস্তুতি। সকাল সাড়ে ১০টার পরে সভায় যোগ দিতে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যান আনোয়ার উল হক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়সহ কমিশনের সদস্যরা রাঙামাটি সার্কিট হাউসে পৌঁছেছেন।
এই সভার বিরোধিতা করেই কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য-বাঙালি সংগঠনগুলো।
বাঙালিদের দাবি, এই কমিশনের দুজন ছাড়া সব সদস্য পাহাড়ি হওয়ায় তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন এবং পার্বত্য এলাকা থেকে বাঙালিদের উচ্ছেদ করার চক্রান্ত করা হচ্ছে।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ‘আজকে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। কোনো পিকেটার আপাতত কোথাও দেখা যাচ্ছে না। পরিস্থিতি নরমালই আছে শহরের।’