পিরোজপুরে শিশু হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ
মঠবাড়িয়া উপজেলায় কন্যাশিশু হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের একটি আদালত।
আজ রোববার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। একই আদালত আজ অপর এক রায়ে স্ত্রী হত্যার দায়ে আরেক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মহারাজ হাওলাদার মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামের বাসিন্দা। অপরদিকে যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত সেলিম বেপারী একই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী খান মোহাম্মদ আলাউদ্দিন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, মহারাজ হাওলাদার ২০০৫ সালের ৪ মে রাত ৮টার দিকে আট বছরের কন্যাশিশু জেসমিন আক্তার রিংকুকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে দেন। পরের দিন মহারাজের বিরুদ্ধে থানায় মামলা হয়।
অন্যদিকে একই উপজেলার সেলিম ব্যাপারী ২০০৯ সালের ৮ জুলাই তাঁর স্ত্রী আকলিমা বেগমকে মারধর ও শ্বাসরোধে হত্যা করেন। ওই দিনই মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করা হয়।