সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু
‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।
আজ মঙ্গলবার সকালে নগরীর রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।
আয়কর মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মো. মাহবুবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃদুল কান্তি দেব, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. শফিকুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসিন আহমেদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায় ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ।
এ বছর মেলা থেকে ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট রাজস্ব বোর্ড। মেলায় ই-টিআইএন বুথ, নতুন করদাতাদের জন্য হেল্প ডেস্ক, রিটার্ন বুথ, কাস্টমস ভ্যাট স্টল এবং জেলা সঞ্চয় অধিদপ্তরের বুথ রয়েছে।