আ. লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হলেন হারুনুর রশীদ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক করা হয়েছে ক্রীড়া সংগঠক হারুনুর রশীদকে। ছবি : এনটিভি
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক করা হয়েছে ক্রীড়া সংগঠক হারুনুর রশীদকে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে আজ বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত দলের ২০তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে হারুনুর রশীদকে উল্লেখিত পদে মনোনয়ন দেন।’
হারুনুর রশীদ বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে পরিচালক।