ঠাকুরগাঁওয়ে পাওয়ার ট্রলির ধাক্কায় নিহত ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/15/photo-1431703342.jpg)
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পাওয়ার ট্রলির ধাক্কায় হারুন (৫০) নামের একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চৌরঙ্গী বাজারসংলগ্ন গোরস্থান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন হরিপুর উপজেলার দামোল (চণ্ডিপাড়া) গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান বিশ্বাস জানান, হারুন আজ শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাইসাইকেলে করে চৌরঙ্গী বাজারে আসছিলেন। বাজারসংলগ্ন গোরস্থান এলাকার সামনে পৌঁছালে একটি পাওয়ার ট্রলি তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।