পরীক্ষার হলে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় পরীক্ষার হলে অসুস্থ হয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) এক শিক্ষার্থী মারা গেছে। তার নাম নূরজাহান আক্তার জিহান (১৪)।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিম আরো বলেন, শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত করা হলে বলা যেত। কিন্তু পরিবারের লোকজন এর আগেই মৃতদেহ নিয়ে গেছে বলে জানান তিনি।
মৃত নূরজাহান আক্তার জিহান বানারীপাড়ার নরউত্তমপুর এলাকার সৌদি আরব প্রবাসী নুরুল হকের মেয়ে। সে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
মৃত ছাত্রীর মা নাছিমা বেগম জানান, তাঁর মেয়ে জেএসসির অন্য দুটি পরীক্ষায় অংশ নেয়। আজও সে বানারীপাড়া ডিগ্রি কলেজের কেন্দ্রে যায়। পরীক্ষা শেষে হওয়ার কিছুক্ষণ আগে সে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মেয়ের মৃগীরোগ ছিল বলে জানান মা।
মৃত ছাত্রীর প্রতিবেশী মাহাবুব জানান, আগে থেকেই নূরজাহান শারীরিকভাবে অসুস্থ ছিল।