কুষ্টিয়ায় আয়কর মেলা শুরু
কুষ্টিয়ায় চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে করদাতাদের আয়কর প্রদান কার্যক্রম সহজীকরণ ও আয়কর সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ বৃহস্পতিবার মেলা শুরু হয়েছে।
সকাল ১০টায় জেলা পরিষদের আবদুল জব্বার মিলনায়তনে আয়কর মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম লায়লা আরজুমান বানু।
খুলনা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ ৪-এর যুগ্ম কমিশনার মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলাম, কুষ্টিয়া সার্কেল-১৮ এর কর কমিশনার আহসান উল্লাহ রাসেল।
মেলায় আয়কর সেবার জন্য বিভিন্ন ধরনের ১০টি বুথ রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়কর মেলা চলবে। আগামী ৬ নভেম্বর শেষ হবে মেলা।