রাঙামাটি কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/10/photo-1478795884.jpg)
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে, কলেজ ছাত্রলীগের কোনো নেতাকর্মীর কোনো অপকর্মের দায়ও জেলা ছাত্রলীগ নিবে না বলে জানানো হয়েছে।
বুধবার কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা ও তাঁর সহযোগীদের হামলায় গুরুতর আহত হন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদসহ পাঁচ ছাত্রলীগকর্মী। রিয়াদের চোখের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।