সিলেটে নিজ ঘরে তাবলিগের আমির খুন

সিলেট নগরীতে তাবলিগ জামায়াতের আমির ইব্রাহিম আবু খলিলের হাত-পা বাঁধা গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতের কোনো একসময় তাঁকে সওদাগরটুলার ১ নম্বর বাসার নিজ ঘরে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে পুলিশ ইব্রাহিম আবু খলিলের লাশ উদ্ধার করে। লাশটি বিছানার নিচে পড়ে ছিল এবং হাত বাঁধা ও গলা কাটা ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সোহেল আহমদ আরো জানান, লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
নিহতের ছেলে সাজিদ উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, রোববার দিবাগত রাতে খাওয়া-দাওয়া সেরে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন তাঁর বাবা। সকালে ঘরের দরজা খুলে খাটের নিচে হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের মুখের ওপর একটি বালিশ চাপা দেওয়া ছিল।
সাজিদ জানান, তাঁর বাবা সিলেট মহানগরীর তাবলিগ জামায়াতের আমিরও ছিলেন। দুদিন আগে তিনি তাবলিগ শেষে ভারত থেকে দেশে ফেরেন। ঘাতকরা ঘরে থাকা একটি ল্যাপটপ ও বেশ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলেও জানান সাজিদ।