পাঁচ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
পাট খাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি প্রদানসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে খুলনা ও যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা। আজ সোমবার খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। পরে শ্রমিকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।
আজ সোমবার সকাল থেকেই যশোর ও খুলনা অঞ্চলের ১২টি পাটকলের শ্রমিকরা নিজ নিজ কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়। শেষ পর্যন্ত প্রায় ৫০ হাজার শ্রমিকের বিশাল জমায়েত হয় ওই কার্যালয়ের সামনে। শ্রমিকরা এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে।
পাট খাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি প্রদান, ২০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে ১৮ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত্ব জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। এ কর্মসূচি অংশ হিসেবে আজ ষষ্ঠ দিনে শ্রমিকরা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নিজ নিজ মিলের গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে পরে জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের কাছে স্মারকলিপি দেয়।
অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, মৌসুমে পাট না কেনায় মিলগুলো প্রায় বন্ধ হতে চলেছে। ১ জুলাই ২০১৫ থেকে পে-কমিশন হতে যাচ্ছে অথচ মজুরি কমিশনের কোনো খবর নাই। এই সময় নেতারা বলেন, শ্রমিকদের পাঁচ দফা দাবি মেনে না নিলে দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, শ্রমিক নেতা কওছার আলী মৃধা, দ্বীন ইসলাম ও খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।