লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের মানববন্ধন
জাতীয় স্কেলে বেতন-ভাতার দাবিতে লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
শিক্ষক সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মওলানা আবদুর রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাইফুল্লাহ হেলাল, শিক্ষক মো. মুরাদ হোসেন, আবুল কালাম আজাদ, নিজাম উদ্দিন, শিক্ষিকা রেহানা আক্তার, নেপি রানী দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের পাঁচ হাজার ৩২৯টি মাদ্রাসার ২৬ হাজার ৬৪৫ জন শিক্ষক গত ২৯ বছর থেকে বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় স্কেলে বেতন-ভাতা প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ১৯৮৪ সালে ১৯ হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রেজিস্ট্রেশন দেয়। ১৯৯৪ সরকার একই পরিপত্রে দেশের সব রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ৫০০ টাকা ভাতা নির্ধারণ করে।
এরপর ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে। একই বছর এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ভাতা ৫০০ থেকে এক হাজার টাকায় উন্নীত করে। কিন্তু অবশিষ্ট পাঁচ হাজার ৩২৯টি মাদ্রাসার ২৬ হাজার ৬৪৫ জন শিক্ষক বিগত ২৯ বছর ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে।