লক্ষ্মীপুরের ১০ সমাজসেবককে সম্মাননা প্রদান
লক্ষ্মীপুরের শীর্ষ ১০ সমাজসেবককে সম্মাননা দিয়েছে লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে ওই সংগঠনের কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্মীপুর ফাউন্ডেশন থেকে প্রকাশিত নিয়মিত পত্রিকা ‘লক্ষীপুর বার্তা’র ৩০ বছর পূর্তি উপলক্ষে জেলার মোট ৩০ জন সমাজসেবককে সংবর্ধনা দেওয়া হবে। তারই অংশ হিসেবে প্রথম পর্বে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠিত শিল্পপতি, উচ্চপদস্থ আমলা, শিক্ষক, সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ।
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমীন ও সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস এম ইকরামুল হক গুণীজনদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।