এমপি বদির জামিন আপিলেও বহাল

Looks like you've blocked notifications!
পুরোনো ছবি

সম্পদের তথ্য গোপনের মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদনে কোনো আদেশ দেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। 

আজ রোববার চেম্বার আদালতের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এমপি বদির জামিন স্থগিতে আনা আবেদনের ওপর কোনো আদেশ দেননি। ফলে এমপি বদির জামিন আদেশ বহাল থাকল। 

গত ১৬ নভেম্বর আবদুর রহমান বদিকে সম্পদের তথ্য গোপনের মামলায় ছয় মাসের জামিন দেন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চ। বদির পক্ষে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকী লিনা। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহবুব আলী। 

অপরদিকে জামিনের বিরোধিতা করে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান শুনানি করেন। 

বদির জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান। শুনানিতে আজ কোনো আদেশ দেননি আদালত।

সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ২ নভেম্বর এমপি বদিকে তিন বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়ে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩। এ ছাড়া জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

২০১৪ সালের ২১ আগস্ট ঢাকার রমনা থানায় দুদকের উপপরিচালক মো. আব্দুস সোবহান এমপি বদির বিরুদ্ধে মামলাটি করেন।