চাঁদপুরে গলদা চিংড়ির পোনাসহ ৪ জন আটক

ছবি : এনটিভি
চাঁদপুরে ট্রাকবোঝাই ২০ লাখ গলদা চিংড়ির পোনাসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড। আজ বুধবার ভোর ৬টার দিকে চাঁদপুর-শরিয়তপুর নৌ-রুটের ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
চাঁদপুরের কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুর রহমান জানান, আজ সকালে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে সাতক্ষীরায় পাচারের সময় ফেরিঘাট এলাকা থেকে পোনাগুলো জব্দ করা হয়। পোনাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
পরে পোনাগুলো কোস্টগার্ডের উপস্থিতিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।
হাবিবুর রহমান আরো জানান, আটক ব্যক্তিদের চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।