দুর্যোগ মোকাবিলায় জার্মানির দীর্ঘমেয়াদি সাহায্যের আশ্বাস

Looks like you've blocked notifications!
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জে আজ বুধবার ঘূর্ণিঝড়ের ক্ষতি কমানোর জন্য স্বেচ্ছাসেবকদের আগাম প্রস্তুতিবিষয়ক এক মহড়ার আয়োজন করা হয়। জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্স অনুষ্ঠানটি উপভোগ করেন। ছবি : এনটিভি

প্রকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জার্মান সরকার বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দেবে বলে আশ্বস্ত করেছেন দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত থমাস প্রিন্স।  

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জে ঘূর্ণিঝড়ের ক্ষতি কমানোর জন্য স্বেচ্ছাসেবকদের আগাম প্রস্তুতিবিষয়ক এক অনুষ্ঠানে আজ বুধবার দুপুরে জার্মান রাষ্ট্রদূত এ আশ্বাস দেন।

জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্স বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষভাবে সমস্যার সম্মুখীন হয়। এ ক্ষেত্রে জার্মান সরকার আপনাদের সাহায্য-সহযোগিতা করছে। ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়ার সাহায্য নিয়ে ঘূর্ণিঝড়ের সময়ে আপনারা যেন আরো ভালো প্রস্তুতি নিতে পারেন, সেটাই কামনা করছি। এ ব্যাপারে জার্মান সরকার দীর্ঘমেয়াদি সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে।’

বাংলাদেশের ওয়েভ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কোস্টাল লাইভলিহুড অ্যাডাপটেশন প্রজেক্ট (ক্ল্যাপ), জার্মান সরকারের উন্নয়ন সংস্থা-জিআইজেড ও জার্মান উন্নয়ন ব্যাংক-কেডব্লিউএফের সহযোগিতায় পটুয়াখালীর ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় ২০১০ সাল থেকে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির আয়োজনে ঘূর্ণিঝড়প্রবণ এলাকা নীলগঞ্জে একটি মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ঘূর্ণিঝড়ের সময় স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও স্থানীয়দের আগাম প্রস্তুতির মহড়া প্রদর্শন করা হয়।

থমাস প্রিন্স বলেন, ‘জার্মান রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এসে প্রথমেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নীলগঞ্জ ইউনিয়নে আসতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়া দেখতে পেরে আমি খুবই উৎসাহিত ও আনন্দিত।’

কোস্টাল লাইভলিহুড অ্যাডাপটেশন প্রজেক্টের (ক্ল্যাপ) প্রধান উপদেষ্টা ড. পূর্ণিমা ডরিস চট্টোপাধ্যায় দত্ত বলেন, ‘আজকের এই মহড়া প্রমাণ করল, নীলগঞ্জবাসী ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত। আমরা দীর্ঘদিন দুর্যোগ প্রস্তুতির বিষয়ে কাজ করছি। আজকের মহড়া সেই কাজের সফল মঞ্চায়ন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, জার্মান উন্নয়ন ব্যাংকের (কেএফডব্লিউ) বাংলাদেশ ও নেপালের পরিচালক ডেভিড কুঞ্জ প্রমুখ।